ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল দিয়ে ভারত থেকে ১০৪ মহিষ আমদানি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
বেনাপোল দিয়ে ভারত থেকে ১০৪ মহিষ আমদানি

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১০৪টি মহিষ আমদানি করেছে জেন্টিক ইন্টারন্যাশনাল বিডি নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান।  

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতটি ট্রাকে মহিষের এ চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

 

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বাংলানিউজকে জানান, আমদানি করা মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে শনিবার বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে মুক্তি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৭ দশমিক ২০ মার্কিন ডলার। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।