ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পেঁয়াজের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
খুলনায় পেঁয়াজের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা: খুলনায় পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে মহানগরের সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচাবাজার ও নিউমার্কেট খুচরা কাঁচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

বাংলানিউজকে তিনি বলেন, ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনা করে পেঁয়াজের অতিরিক্ত মূল্য, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচাবাজারের আর আর বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা ও নিউমার্কেট খুচরা কাঁচাবাজারের মামুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।