ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন

ঢাকা: সদ্য গঠিত অন্তর্বর্তী সরকাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায়  অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ অভিনন্দন জানান।

 

তারা বলেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুযোগ্য নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিরাজমান আর্থ-সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে জনকল্যাণধর্মী উন্নয়ন নিশ্চিত করতে সফল হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন সময় সমিতির কার্যনির্বাহক কমিটিতে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সমিতির নানা কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখেছেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি তাদের কৃতজ্ঞতা জানায়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা,  আগস্ট ১১, ২০২৪
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।