মেহেরপুর: শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড বাজার এলাকায় আধুনিক টাওয়ারে শাখাটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান, গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা ও মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরিয়াহ সেক্রেটারিয়েট মোহাম্মদ হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখা প্রধান মাসুদ করিম।
আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি মো. ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা মো. সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা শুরা সদস্য সাবেক গাংনী পৌর আমির মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. জিল্লুর রহমানসহ অনেকে।
এসময় ব্যাংকের এক্সিকিউটিভ মো. হাসিবুল ইসলাম, রাশেদ ওসমান, মো. জাহাঙ্গীর আলমসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরও বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা নিচ্ছেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক। এক ঝাঁক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মী আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখায়ও ইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাগুলো গ্রাহকের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এসআই