ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৭ হাজার ৩৯৭ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৭ হাজার ৩৯৭ কোটি টাকা 

ঢাকা: ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।  যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ৩৯৭ কোটি  টাকা (প্রতি ডলার হিসাবে ১২০ টাকা টাকা হিসেবে)।

 

রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিদিন ৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ২৪৬ ডলার। যা আগের মাসের চেয়ে কিছুটা বেশি, একই সঙ্গে আগের বছরের ডিসেম্বরের চেয়ে বেশি।

আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে ডিসেম্বর  মাসে প্রবাসী আয়ের একটি শুভ সূচনা হয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়,  সাত দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৫২ লঅখ ২০ হাজার ডলার, রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মা্যেমে এসেছে চার কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার।  আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ হাজার ৩০ ডলার।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
জেডএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।