ঢাকা: ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। আর কোম্পানির রিটার্ন জমার সময় শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর বিবরণী দেওয়ার জন্য কর অঞ্চলগুলোতে করদাতাদের চাপ বেড়েছে। বুধবার (২২ জানুয়ারি) সেগুনবাগিচার বিভিন্ন কর অঞ্চল ঘুরে এমন চিত্র দেখা যায়।
এদিন স্বাভাবিকের চেয়ে রিটার্নদাতাদের বেশি ভিড় দেখা যায়। কর অঞ্চলের কর্মকর্তারাও বেশ ব্যস্ত।
সেগুনবাগিচার কর অঞ্চল-৩ ঘুরে দেখা যায়, আয়কর বিবরণী জমা দেওয়ার পর স্লিপ নেওয়ার পর ১১ জন অপেক্ষা করছেন। ডাক আসার পর একেকজন স্লিপ নিয়ে যাচ্ছেন। পাশের কক্ষ থেকে ডেপুটি কর কমিশনার বার্তা পাঠাচ্ছেন দ্রুত জমা নিতে। নিজেও বিবরণী দ্রুত সই করে ছেড়ে দিচ্ছেন।
পুরোনো এনবিআর ভবনে অবস্থিত কর অঞ্চল-৪ ঘুরেও দেখা যায়, আয়কর বিবরণী জমা দিতে আসা মানুষের চাপ বেশি। মূল কক্ষের বাইরে বিবরণী বা রিটার্ন জমা নেওয়া ও তথ্যসেবা দেওয়ার ডেস্ক রয়েছে। সেখানেই করদাতারা বিবরণী জমা দিয়ে চলে যাচ্ছেন। টিআইএনসহ অন্যান্য সেবাও তথ্যসেবা ডেস্কে মিলছে।
গত বছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলে প্রথম দফায় ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে।
কর অঞ্চল-৪-এ আয়কর রিটার্ন জমা দিতে আসা কামরুল ইসলাম জানান, তিনি একজন আইনজীবী। অনলাইনে রিটার্ন দাখিল না করে তিনি সরাসরি কর অঞ্চলে চলে এসেছেন।
তিনি বলেন, নানা ব্যস্ততার কারণে রিটার্ন দিতে দেরি হয়ে গেছে, তাই শেষ সময়ে এসেছেন। আয়কর আইনজীবীর মাধ্যমে আয়কর বিবরণী প্রস্তুত করে নিজেই জমা দিতে এসেছেন।
কামরুল ইসলাম অনলাইনে কাজে অভ্যস্ত হলেও ভুলবশত টাকা কম বেশি হওয়ার আশঙ্কায় অনলাইনে আয়কর বিবরণী দাখিল করেননি, সরাসরি কর অঞ্চলে এসেছে।
একই কথা বলেন রিটার্ন জমা দিতে আসা মোশারফ হোসেন। তিনি বলেন, আমি অফিসে কম্পিউটারে কাজ করি। কিন্তু এমন কিছু বিষয় আছে, যেগুলো করতে হলে সহায়তা লাগে। তাই একা করিনি বা অনলাইনে চেষ্টা করিনি। আগামী বছর অনলাইনে চেষ্টা করব।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বেলাল হোসেন কর অঞ্চল-৪-এ আয়কর বিবরণী দাখিল করেছেন। তিনি জানেন না, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনলাইনে আয়কর বিবরণী দিতে পারেন কি না। নানা কারণেই দেরি হয়েছে। এ কারণে শেষ সময়ে এসেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেডএ/আরএইচ