ঢাকা: ভারতের অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের বহরে যোগ হচ্ছে নতুন ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। যাত্রী ভোগান্তি দূর ও রেলপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি আরও উন্নত যাত্রীসেবা প্রদানে কোচগুলো সংগ্রহ করা হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের মধ্যে ১২০টি ব্রডগেজ রেল কোচ কেনার চুক্তি হয়।
চুক্তি অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, চুক্তি অনুযায়ী ভারতের অর্থায়নে দুই বছরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে, নির্ধারিত সময়ের আগেই কোচ সরবরাহ হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রেলমন্ত্রী জানান, কোচগুলো কিনতে ব্যয় হবে নয়শ’ ৭৫ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২৭৫ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে রেলপথে কোচগুলো যোগ হলে রেল কর্তৃপক্ষ আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
জানা গেছে, স্টেইনলেস স্টিল বডি ও অত্যাধুনিক বগির কোচগুলো ভারতের পাঞ্জাব প্রদেশের রেলওয়ে কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে তৈরি করা হবে। আর চেন্নাইয়ের ইন্টারভাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও ভারত আর্থ মোভার্স লিমিটেড (বিইএমএল) থেকে রেলওয়ের ব্রডগেজ কোচগুলো তৈরি করা হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, বাংলাদেশ রেলওয়ে সচিব মনসুর আলী শিকদার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রাইটস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজিব মালহোত্রা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
** দেশের নতুন জঙ্গি সংগঠন বিএনপি