হিলি (দিনাজপুর): ভারতীয় ট্রাকচালকরা পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আমদানি পণ্যের ওজন নিয়ে ভারতীয় ট্রাক চালক ও আমদানিকারকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে ভারতীয় চালকরা পণ্য পরিবহন বন্ধ করে দেয়।
ভারতীয় ট্রাক চালকরা জানায়, আমদানি পণ্যের ওজন নিয়ে আমদানি কারকদের সঙ্গে সৃষ্ট জটিলতা ও পানামা হিলি পোর্টের ওয়েব্রিজের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো পণ্য পরিবহন করবো না।
হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ হারুন জানান, আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের চালকরা গাড়ি থেকে মাল চুরি করে তার পরিবর্তে ট্রাকের ভেতরে বিশেষভাবে পাথর বা পানি ভর্তি বালতি রাখতো যার কারণে আমদানি করা মালামাল ওজনে কম হতো।
এর পরিপ্রেক্ষিতে ট্রাকের ভেতরে বিশেষ ব্যবস্থায় রাখা পাথর ও পানিভর্তি বালতিগুলো বাদ দিয়ে ট্রাকের ওজন করা শুরু হয়। এতে তাদের চুরির বিষয়টি ধরা পড়ে যাওয়ার ভয়ে মঙ্গলবার থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয় তারা।
তিনি আরো জানান, মঙ্গলবার হিলি সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ট্রাক চালক নেতৃবৃন্দ, দু’দেশের আমদানি ও রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের নিয়ে দু-দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সে আলোচনা শেষ হয়। সমস্যা সমাধানে আলোচনায় বসার জন্য তারা যদি প্রস্তাব দেয় তবেই আমরা অংশ নেব।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫