ঢাকা: হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এশিয়ান কনজুমার্স কেয়ার(প্রাইভেট) লিমিটেড(ডাবর) শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে তাদের লভ্যাংশের টাকা জমা দিয়েছে।
বুধবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে হোলসিম সিমেন্ট ৬৩ লাখ ৯৬ হাজার ৭২ টাকা এবং এশিয়ান কনজুমার কেয়ারের কর্মকর্তারা ১৭ লাখ ৩২ টাকার চেক জমা দেন।
শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান(যুগ্মসচিব) ফয়জুর রহমান, হোলসিম সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট (এইচআর) সৈয়দ মাসুদুল হাসান, ডাবরের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় কৈলাস মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।
শ্রম আইন-২০০৬ অনুযায়ী কোম্পানির মোট লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার নিয়ম রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫