ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল আল-আরাফাহ্ ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল আল-আরাফাহ্ ব্যাংক

ঢাকা: শরীয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ে অবদান রাখায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৪ পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

রাজধানীর হোটেল সোনারগাঁ-এর বলরুমে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন।



বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৪ পুরস্কারে লাভ করে।

এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম. খায়রুল হোসেন, আইসিএমএবি’র সভাপতি মোহাম্মদ সেলিম, বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড সিলেকসন কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও বিএসইসি’র কমিশনার আরিফ খান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।