ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, বছরে সারাদেশে ২৬ হাজার কোটি টাকার যাকাত আদায় হয়। কিন্তু বছরে ইসলামিক ফাউন্ডেশন পায় মাত্র দেড় থেকে দুই কোটি টাকা।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর শেরেবাংলা নগরের ইসলামিক ফাউন্ডেশনে ‘ইসলামে সম্পদ ব্যবস্থাপনা ও সমকালীন অর্থনীতি’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
ডিজি আরো বলেন, সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা কোরআন ও ইসলামি শরীয়াহ অনুযায়ী ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবো।
আমরা কোরআন-হাদিসের আলোকে সম্পদের ব্যবস্থাপনা চাই। সে লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে গবেষণা কেন্দ্রও রয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ বলেন, ইসলামে আছে কল্যাণমূলক অর্থনীতি ব্যবস্থা। এটি যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের মধ্যে এতো ভেদাভেদ থাকতো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসূফ বলেন, কোরআন, হাদিস ও ইসলামিক নানা বিষয়ে যারা জ্ঞান রাখেন তাদের সমন্বয়ে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি বিভাগের শিক্ষক ও ইসলামি গবেষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫