ঢাকা: প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবার আওতায় আনতে দশ টাকার ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের গ্রীন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুধু জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়ে হিসাব খোলার পর কোন প্রতিবন্ধী ব্যক্তি চাইলে ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফাউন্ডেশনের অর্থ থেকে সর্বোচ্চ দশ শতাংশ অথবা ব্যাংকের সুদের সঙ্গে ৫ শতাংশের বেশি সুদ নেওয়া যাবে না। তবে তহবিল পর্যাপ্ত থাকা সাপেক্ষে দশ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুনর্অর্থায়ন সুবিধা পাবেন হিসাবধারীরা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫