ঢাকা: হরতাল-অবরোধে কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএ) বেচাকেনা এখন অনেকটাই ছুটি কেন্দ্রিক। অন্যান্য দিনগুলোতে প্রায় ক্রেতাশুন্য থাকছে মেলা।
তাই ক্রেতা টানতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে আকর্ষণীয় ও চমকপ্রদ সব অফার। স্টলগুলো ক্রেতা টানতে একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াচ্ছে অফারের পরিধিও।
এর আগে মেলায় একটি পণ্য কিনলে সঙ্গে ১০টি ফ্রি পণ্যের অফার ছিল। তবে বুধবার (২১ জানুয়ারি) দেখা গেলো সে অফারের দ্বিগুণ পণ্য উপহারের অফার।
মেলার ১৬ নাম্বার নোভা স্টলে ২০ হাজার টাকার মূল্যের একটি মায়াকো (mayako) ওভেন কিনলেই সঙ্গে ২০টি আইটেম ফ্রি দেওয়া হচ্ছে।
এই ২০ ফ্রি আইটেমের মধ্যে রয়েছে ১২ সেট কাপ-পিরিচ, ৬টি স্টিলের ভাত রান্নার হাঁড়ি, একটি টিফিন ক্যারিয়ার ও একটি ব্যালেন্ডার।
অপরদিকে, ১৬ হাজার ৫০০ টাকা মূল্যের একই নোভা ব্লাকবেরি ওভেন কিনলেও ২০টি আইটেম ফ্রি দেওয়া হচ্ছে। রান্নার কাজে ব্যবহার করা যায় এমন সব উপহার ফ্রি দেওয়া হচ্ছে এ অফারে।
নোভা স্টলের কর্মকর্তা শরিফ হোসেন বলেন, কোম্পানির আরো প্রচারের জন্যই এই অফার দেওয়া হচ্ছে। তবে মেলায় শুক্রবার ছাড়া তেমন ক্রেতা নেই বলেও জানান তিনি।
শুধু নোভা স্টলেই নয়, মেলা ঘুরে দেখা গেলো বিভিন্ন স্টলেই চলছে নানা ফ্রি উৎসব।
এবার মেলাকালীন ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধের কারণে তেমন বেচাকেনা নেই কারোই। শুধু স্টলগুলোতে মন্দা নয়, শঙ্কায় আছে গেট ইজারাদাররাও।
এবার মেলায় ৫ কোটি ২ লাখ টাকায় গেট ইজারা নিয়েছে মেসার্স মীর ব্রাদার্স। তারাও আসল টাকা তুলে আনতে পারবেন কি না সে শঙ্কায় রয়েছেন।
প্রতিষ্ঠানের পরিচালক ও যুবলীগ নেতা জলিলুর রহমান বলেন, ৫ কোটি ২ লাখ টাকায় গেট ইজারা নিয়েছেন তারা। কিন্তু আসল টাকাও তুলতে পারবেন না। তাই মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে মেলা যেন ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫