ঢাকা: ব্রিটেনের বহুল আলোচিত সাড়া জাগান ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৫ দেশ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ মার্চ বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
অ্যাওয়ার্ডকে সফল করা ও প্রচার বৃদ্ধির লক্ষে দেশ ফাউন্ডেশনর উদ্যোগে ব্রিটেনের বিভিন্ন শহরে রোড-শো’র আয়োজন করা হচ্ছে।
এতে বার্মিংহামসহ এর আশপাশের এলাকার বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।
রোড শো’টি পরিচালনা করেন দেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈযদ নাসির আহমদ এবং সভাপতিত্ব করেন দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহ উর রহমান। এ সময় বক্তব্য রাখেন- দেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এনায়েত খান জুম্মা, ম্যানেজিং ডিরেক্টর শামিম চৌধুরী।
দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহ উর রহমান ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ইতোমধ্যে সমগ্র ব্রিটেন থেকে সাড়া জাগান এ অ্যাওয়ার্ডের নমিনেশন দাখিল হয়েছে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নমিনেশন দাখিল করা যাবে।
তিনি আরও বলেন, এখনো যারা নমিনেশন দাখিল করেননি, দেরি না করে দ্রুতই নমিনেশন দাখিল করুন। একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আপনার সাফল্যকে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণের কাছে তুলে ধরুন। সেই সঙ্গে আগামী প্রজন্মকেও উৎসাহিত করুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মিসেস রশিদ, মোস্তফা যুবরাজ, নুরুল হক জেপি, রইছ মিয়া, গোলাম মওলা মিয়া, আকমল খান, রন্জু মিয়া, কামাল আহমদ, রানা মিয়া চৌধুরী, মিন্টু চৌধুরী, আব্দুল মালিক পারভেজ, শাহ আবিদ আলী, মোহাম্মদ মারুফ, দেলোয়ার মন্জু, কায়ছারুল ইসলাম সুমন, রায়হান তালুকদার, আশরাফুল ওয়াহিদ দুলাল, মোরশেদ চৌধুরী, জিয়া তালুকদার, নাজমা বেগম, ফারজানা আখতার প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাকসাজন, প্রবাসী পল্লী, এনআরবি ব্যাংক, তার্কিস এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুবরা, কিংফিশারসহ সব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫