ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যজটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
পণ্যজটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর): ২০ দলের ডাকা অনিদিষ্টকালের অবরোধের কবলে পড়ে পণ্য খালাস কমে যাওয়ায় বেনাপোল স্থলবন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি।


 
পণ্যজট কমাতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বাধ্য হয়ে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন বাংলানিউজকে জানান, বেনাপোল বন্দরের ধারণ ক্ষমতা ৪২ হাজার মেট্রিক টন। অবরোধের মধ্যে প্রতিদিন স্বাভাবিক নিয়মে ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। কিন্তু অবরোধে নাশকতার আশঙ্কায় দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যাহত হওয়ায় পণ্য খালাস কমে গেছে। ফলে ধারণ ক্ষমতার বেশি পণ্য আটকা পড়েছে বন্দরে। এতে সৃষ্টি হয়েছে পণ্যজটের। এ অবস্থায় আমদানি চালু থাকলে বন্দর সড়কে যানজট সৃষ্টি হবে। এ কারণে আপাতত ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখা হয়েছে।

পণ্যজট কিছুটা কমলে ফের আমদানি বাণিজ্য শুরু করা হবে বলেও জানান তিনি।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, গত বছরের হরতাল-অবরোধের কারণে বাণিজ্য ব্যহত হয়েছিল। ভেবেছিলাম নতুন বছরে নব উদ্যোম ব্যবসা শুরু করবো। কিন্তু বছরের শুরুতে আবারো একই সমস্যায় অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ীরা।

তিনি আরো জানান, একদিকে আমদাকি করা বিভিন্ন কাঁচামাল পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে পণ্য সরবরাহ করতে না পারায় আমদানি-রপ্তানিকারকদের পরিবহন-শেড ভাড়াসহ আনুষঙ্গিক খরচ মেটাতে মোটা অংকের টাকা মাসুল দিতে হচ্ছে।

এদিকে আমদানি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে পচনশীল পণ্য ও শিল্প কারখানার কাঁচামাল বোঝাই শত শত ট্রাক। নিদিষ্ট সময়ের মধ্যে এসব পণ্য এপারে প্রবেশ না করলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।