ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রথম প্রহরে দর্শনার্থী-ক্রেতা সংখ্যা প্রতিদিনের মতো কম দেখা গেছে বুধবারও (জানুয়ারি ২৮)। তবে সকাল গড়িয়ে দুপুরের পর থেকে বাড়তে থাকে জনসমাগম।
এদিন সকাল থেকে বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, মেলায় দর্শনার্থী খুবই কম। হাতেগোনা কয়েকজনের আগমন বড় নির্জীব করে রেখেছে মেলা প্রাঙ্গণকে।
মিরপুরের একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আইরিন তানি, কল্পনা আক্তার, সুমি ইসলাম ও অ্যানী মন খারাপ করে বাংলানিউজকে বলেন, ভেবেছিলাম মেলায় অনেক মানুষ হবে, ভিড় থাকবে, মজা করব, সেলফি তুলব। কিন্তু মানুষ কম হওয়ায় উৎসব ভাবটা নেই। ভালো লাগছে না। খালি স্টল ঘুরে মজা পাচ্ছি না।
একই রকম মন্তব্য সিরামিকস ব্যবসায়ী আরশাদ অনিকের। স্ত্রী আর ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন। জানালেন, মেলায় কোনো কিছু কিনতে আসেননি। ঘুরতে এসেছেন। কিন্তু লোক কম থাকায় ঘুরতে তার ভালো লাগছে না।
তবে বিপরীত মন্তব্যও পাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়া থেকে দুলাভাইয়ের সাথে মেলায় আগত সাদিয়া খান বললেন, প্রতি বছরই আমি মেলায় আসি। এবারই প্রথম মেলায় কম মানুষ দেখছি। নির্বিঘ্নে কেনাকাটা করছি। ধাক্কাধাক্কি নেই। ঝামেলা হচ্ছে না। ভালো লাগছে।
পারটেক্স ফার্নিচারের ডেপুটি ম্যানেজার অশোক কুমার বাংলানিউজকে জানান, কর্তৃপক্ষ মেলার সময় ১০ দিন বাড়িয়েছে। দেখা যাক কী হয়। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি ভালো হলে শেষ মুহূর্তে মেলা জমে উঠতে পারে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫