ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লিমিটেডের উৎপাদিত পণ্যের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসার কলেবর বৃদ্ধি, প্রসার এবং পরিচিতি বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।



অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং  ডিজেল প্ল্যান্ট লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন এবং বিডিপি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জেনারেল আসিফ আহমেদ আনসারীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান ও মহাপরিচালক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর পর এক নৈশভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) লি. ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ক্রমাগত লোকসানের কারণে ২০০০ সালের ৩১ ডিসেম্বর মাসে প্রায় ৭৪ কোটি টাকা দেনাসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

২০০৭ সালের ৩০ মে প্রতিষ্ঠানটিকে পূর্বের দেনাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। লোকসানগ্রস্ত এই প্রতিষ্ঠানটি স্বল্প সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমের ফলে বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে জুট মিল, ফিড মিল, বাংলাদেশ সমরাস্ত্র কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রস্তুতকরণ, ড্রেজিং ও ক্ষুদ্রসেচ প্রকল্প কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় এমএস পাইপ প্রস্তুতকরণ, বিআরইবি’র জন্য ইলেক্ট্রিক লাইন হার্ডওয়ার ও গ্রাউন্ডিং ইলেকট্রোড প্রস্তুতকরণ, যৌথ অংশীদারিত্বে কারখানার নিজস্ব এলাকায় ডিজিটাল প্রি-পেমেন্ট মিটার ফ্যাক্টরি স্থাপন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।