ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হচ্ছে। মেলার আয়োজক রপ্তানী উন্নয়ন ব্যুরো(ইপিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার(২৫ জানুয়ারি’২০১৫) ইপিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইপিবির মহাপরিচালক-২ এসএম মাহবুবুর রহমান।
ইপিবির এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সর্বশেষ নির্দেশনার ভিত্তিতে কার্যকর হবে বলেও তিনি জানান।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
চলমান অবরোধ-হরতালে বিক্রি কম। এ জন্য ক্ষতি পুষিয়ে নিতে গত বৃহস্পতিবার(২২ জানুয়ারি’২০১৫) মেলার সময় ১৫ দিন বাড়ানোর জন্য আবেদন করেন স্টল মালিকরা।
স্টল মালিকরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ তেমন মেলায় আসছে না। গত বছরের তুলনায় এবার বেচাকেনা অনেক কম। বিত্তশালী ক্রেতারা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঝুঁকি মাথায় নিয়ে মেলায় আসছেন না। সেজন্য আশানুরূপ বিক্রিও হচ্ছে না। বিনিয়োগ করা টাকা তোলা তো দূরের কথা, ভালভাবে পণ্যের প্রচারও হচ্ছেনা। তাই মেলার সময় বাড়লে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।
এর আগে ১লা জানুয়ারি মাসব্যাপী ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জামার্নিসহ ১৪টি দেশের ৪৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।
১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনে দেশি-বিদেশি ৫১৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
বর্ধিত সময় কার্যকর হলে মেলা ৩১ জানুয়ারির পরিবর্তে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকে। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। ভিআইপিদের আসা-যাওয়ার জন্য রয়েছে আলাদা গেট।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নামে একটি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া মেলা অঙ্গনে সুন্দরবনের আদলে ইকোপার্ক ও দুটি শিশুপার্ক তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫