ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ১ ফেব্রুয়ারি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ১ ফেব্রুয়ারি ফাইল ফটো

ঢাকা: ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র ১ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হবে।

ড্রয়ের ফলাফল ৩ ফেব্রুয়ারি দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাধারণ নিয়ম অনুযায়ী, এক শ’ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র তিন মাস পর পর মাসের শেষ তারিখে অনুষ্ঠিত হয়। এবার ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় একদিন পিছিয়ে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এতে জানানো হয়, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্রতে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।