ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধারাবাহিকতার মুদ্রানীতি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ধারাবাহিকতার মুদ্রানীতি ঘোষণা

ঢাকা: চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নতুন কোনো শিথিলতা বা কঠোরতা না এনে আগের ধারাবাহিকতায় মুদ্রানীতি ঘোষাণা করেছে বাংলাদেশ ব্যাংক।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্সে এ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।


 
মুদ্রানীতিতে বলা হয়েছে, ব্যাপক মুদ্রা যোগানের প্রবৃদ্ধি সমগ্র অর্থবছরে ১৬.৫ শতাংশে পরিমিত রাখা হবে। বেসরকারি খাতে ঋণ যোগানের প্রবৃদ্ধির মাত্রা ধরা হয়েছে ১৫.৫ শতাংশ। গত নভেম্বরে এ হার ছিল ১২.৭ শতাংশ। পাশাপাশি বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর জন্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈদেশিক অর্থায়ন ব্যবহারের সুযোগও উন্মুক্ত থাকছে।
 
মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি অর্থবছর শুরুর ৭.৩৫ শতাংশ থেকে জুন ২০১৫ শেষে ৬.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। বার্ষিক গড় মূল্যস্ফীতি স্থিতিশীলভাবে নিম্নগামী থেকে ডিসেম্বর ২০১৪ শেষে দাঁড়িয়েছে ৬.৯৯ শতাংশে। তবে মূল্যস্ফীতির এই উপশম হয়েছে মূলত ভোক্তাপণ্য ঝুড়ির খাদ্যপণ্য অংশ থেকে। খাদ্য ও জ্বালানি বহির্ভূত কোর মূল্যস্ফীতি নভেম্বর ও ডিসেম্বর ২০১৪ তে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

সরকারের ব্যাংক-বর্হিভূত অর্থায়ন যোগান বৃদ্ধি ও জ্বালানি তেল খাতে ভর্তুকি ব্যয়ভার কমায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধি প্রক্ষেপিত মাত্রার অনেকটা নিচে রয়েছে। তবে বেসরকারি খাতে ঋণ যোগানের প্রবৃদ্ধি মুদ্রানীতির প্রক্ষেপিত মাত্রার চেয়ে কম থাকলেও তা ২০১৪ সালের শেষ প্রান্ত থেকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।