ঢাকা: আইন পাসের পর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের নির্মাণ কাজের প্রথম দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিন হাজার কোটি টাকা ব্যয়ে এ দরপত্রে ইঞ্জিনসহ কোচ সংগ্রহ ও সংশ্লিষ্ট অন্যান্য কাজ করা হবে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন, প্যাকেজ-৮’র সম্ভাব্য ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে প্রাকযোগ্যতা যাচাইয়ে এ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় শুক্রবার (৩০ জানুয়ারি)।
প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে মতিঝিল (শাপলা চত্বর) পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করা হবে। এরমধ্যে সরকার পাঁচ হাজার ৪০০ কোটি ও জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) দেবে ১৬ হাজার ৪০০ কোটি টাকা।
মন্ত্রী বলেন, আনন্দের সঙ্গে জানাতে চাই, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও কমিউটারদের স্বল্প সময় এবং নিরাপদ ভ্রমণে আমাদের স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের নির্মাণ কাজের প্যাকেজ-৮’র দরপত্র আহ্বান করা হয়েছে।
প্যাকেজ-৮’র আওতায় প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে রোলিং স্টক এবং ডিপো ইক্যুপমেন্ট ও ডিপো রোলিং স্টক সংগ্রহ করা হবে। এর আওতায় যাত্রাবিরতিতে ট্রেন রাখার স্থান, মেট্রোরেল প্ল্যান্ট, ওয়ার্কসশপ, অপারেশন কন্ট্রোল সেন্টার, ইলেক্ট্রিক্যাল ভবন, ওয়াশিং প্ল্যান্ট, ট্রেনিং সেন্টারসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে।
প্যাকেজ-৭’র প্রাকযোগ্যতা যাচাইয়ে দরপত্র এবং প্যাকেজ-১’র আন্তর্জাতিক দরপত্র ফেব্রুয়ারি মাসে আহ্বান করা হবে বলেও জানান মন্ত্রী।
২০ কিলোমিটার ভায়াজাক্ট (যে স্থাপনার উপর লাইন বসবে) ও ১৬টি স্টেশন নির্মাণের লক্ষে প্যাকেজ-৩, ৪, ৫ ও ৬ এর প্রাকযোগ্যতা যাচাইয়ে আগামী মে মাসে দরপত্র আহ্বান করা হবে।
ডিপো এলাকার বিল্ডিং ও পূর্তকাজের জন্য প্যাকেজ-২’র দরপত্র আগামী অক্টোবর মাসে আহ্বান করা হবে।
চলতি বছরের মধ্যে ৮টি প্যাকেজের দরপত্র আহ্বান সম্পন্ন হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জাইকার সম্মতিতে প্রকল্পটি নির্ধারিত সময়ের (২০২৪) আগেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০১৯ সালে মেট্রোরেল চালু করা সম্ভব হবে।
গত ২৬ ডিসেম্বর জাতীয় সংসদে মেট্রোরেল আইন পাস হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আইনে লাইসেন্স ছাড়া মেট্রোরেল পরিচালনা করা, অনুমোদন ছাড়া মালিকানা হস্তান্তর, চলাচলে বাধা সৃষ্টি করলে, বিনা টিকেটে ভ্রমণ করা, নিরাপত্তা বিঘ্নিত করলে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫/আপডেট: ১৫০৫ ঘণ্টা
** ৩৬ মিনিটে উত্তরা-মতিঝিল