ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিনদিনব্যাপী ফার্নিচার মেলা মঙ্গলবার থেকে শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
তিনদিনব্যাপী ফার্নিচার মেলা মঙ্গলবার থেকে শুরু ছবি: (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীতে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার অ্যান্ড ইনটেরিয়র ডেকোর এক্সপো-২০১৫।

আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ফার্নিচার ও হোম ফার্নিশিং খাতের রফতানি উন্নয়নের লক্ষ্যে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টের প্রদর্শনী শুরু হবে।



রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।

শুভাশীষ জানান, গত কয়েক বছরে ফার্নিচার শিল্পে রফতানিতে ব্যাপক সফলতা পাওয়া গেছে। বিশ্ববাজারে এ শিল্পের বিস্তৃতির জন্য এ ধরনের মেলা ইতিবাচক ভূমিকা রাখবে। পণ্যের বাজারে বহুমুখী করতেও এ ধরনের আয়োজন ভালো ভূমিকা রাখবে।

তিনি জানান, ফার্নিচারের সঙ্গে প্রায় ২৫ লাখ ও ক্রাফটের সঙ্গে প্রায় ২৫ লাখ মানুষ জড়িত রয়েছেন। আরও বেশি কর্মসংস্থানের জন্য এ শিল্পের প্রসারতা বাড়াতে হবে। আগামী অর্থ বছরে এর সঙ্গে জড়িতদের নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
 
দেশের রফতানি বাণিজ্যের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, সীমিত পণ্য ও সীমিত বাজারের উপর নির্ভরতা রফতানি বাণিজ্যের অন্যতম দুর্বলতা। ইপবি এ শিল্পের সমস্যা সমাধান ও প্রণোদনা দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। পণ্য ও বাজার বহুমুখীকরণের জন্য ঘন জনবসতিপূর্ণ বাংলাদেশে শ্রম নির্ভর শিল্পের উপযোগিতা অনেক বেশি।

তিনি জানান, গত বছরের মেলায় দেশি ক্রেতাসহ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান থেকে ভালো সাড়া পাওয়া গেছে। এ বছরেও এর ব্যতিক্রম হবে না।

চলমান রাজনৈতিক পরিস্থিতি মেলায় কোনো প্রভাব পড়বে না বলে দাবি করে শুভাশীষ বলেন, গত তিন বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যদি এ বছর না হয়, তাহলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা নেবে। তাদেরকে আবারও দেশে ফিরিয়ে আনার জন্যই এ বছর মেলার আয়োজন করা হচ্ছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ মেলার উদ্বোধন করবেন। মেলায় ৫১টি প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থী ফি ছাড়াই মেলা পরিদর্শন করতে পারবে সবাই। মেলা শেষ হবে বৃহস্পতিবার (২৬ মার্চ)।

মেলাটি যৌথভাবে আয়োজন করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ হস্তশিল্প রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট) ও বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।