ঢাকা: চলমান রাজনৈতিক অস্থিরতায় কৃষি খাতে দৈনিক ২৮৮ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ।
বুধবার (২৫ মার্চ) বেলা বারোটায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে ‘রাজনৈতিক অস্থিরতা-বাজার সংকট ও ক্ষুদ্র কৃষকের অসহায়ত্ব: ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সহায়তার নাগরিক প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের কৃষকরা মারত্মক ক্ষতির মুখে পড়েছেন। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনায় ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছেন কৃষক। দুগ্ধ খামারিরা রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করছেন।
তিনি বলেন, দেশে ১৭ হাজার চাল মিল রয়েছে। অবরোধের কারণে ৭০ শতাংশ মিল বন্ধ রয়েছে। স্বাভাবিক দিনে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টন চাল সরবরাহ হতো। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ৪ থেকে ৫ হাজার টন চাল সরবরাহ সম্ভব হচ্ছে না।
আড়াই মাস ধরে চলমান এ রাজনৈতিক অস্থিরতায় দৈনিক কৃষকের ক্ষতি হচ্ছে ২৮৮ কোটি টাকা। তবে পোল্ট্রি ও হিমায়িত খাদ্যকে কৃষির সঙ্গে হিসাব করলে এ ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩১০ কোটি টাকা।
রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট ক্ষতি পুষিয়ে দেশের অর্থনীতির পুনঃজাগরণ নিশ্চিত করার ক্ষেত্রে কৃষি খাতে ক্ষতিপূরণের ওপর গুরুত্ব প্রদানে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে নাগরিক প্রস্তাবনায় তিনি বলেন, ক্ষতিপূরণে কৃষককে বিনা সুদে ঋণ প্রদান, মাঠে থাকা ফসলের আগাম মূল্য নির্ধারণ ও ক্রয় সুবিধা, কৃষি উপকরণ সরবরাহ ও উৎপাদন সহায়তা করতে হবে। সে সঙ্গে দীর্ঘ মেয়াদি কৃষি বিমা, কৃষি রেল, কৃষকের বাজার, কৃষি ভর্তুকি বৃদ্ধি ও খাস জমি ভূমিহীন কৃষকের মাঝে ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডভোকেসি চিফ নাসিমুল আহসান।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫