মুন্সীগঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অক্টোবরে বহু প্রত্যাশিত পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু করা হবে। আর মাওয়া প্রান্তে এ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন কাজের পাশাপাশি টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। এছাড়া নদীতে ড্রেজিং কাজও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে নদীর উভয় প্রান্তে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তা দৃশ্যমান। বড় বাজেটের কাজ হাতে নিয়ে সফলতার সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার তা শুরু করে দিয়েছে।
২০১৭ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়, পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫