ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের দ্বন্দ্বে লাভবান হয় মালিকপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
শ্রমিকদের দ্বন্দ্বে লাভবান হয় মালিকপক্ষ ফাইল ফটো

ঢাকা: শ্রমিক সংগঠনগুলোর নিজেদের দ্বন্দ্বে মূলত লাভবান হয় মালিকপক্ষ। বুধবার আইএলও আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা।



রাজধানীর বারিধারা এসকোট হোটেলে সকাল সাড়ে নয়টা আয়োজিত এই সেমিনারে মূলত অংশ নেন পোশাক শিল্প নিয়ে কর্মরত সাংবাদিকরা।

আরও উপস্থিত ছিলেন আইএলও‘র বাংলাদেশ কার্যালয়ের পরিচালক শ্রিনিবাস বি রেড্ডি, ভারতের প্রথিতযশা সাংবাদিক গোপী নাথ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক শাওন হাসনাত, ফিনান্সিয়াল এক্সপ্রেস এর সাংবাদিক মনিরা মুন্নী, বাংলানিউজের সাংবাদিক উর্মি মাহবুব ও অনলাইন অ্যাকটিভিস্ট প্রকৌশলী কল্লোল মোস্তফাসহ অন্যান্যরা।

অনলাইন অ্যাকটিভিস্ট কল্লোল মোস্তফা বলেন, বিভিন্ন সময়ে কাজ করার সময় দেখেছি শ্রমিকদের ওপর নানা ধরনের নির্যাতন চলে। কিন্তু তারা কোথায় অভিযোগ করবেন তার সঠিক জায়গা তারা পান না। তাই ইউনিয়ন দরকার। কিন্তু অনেক সময় একই কারখানায় একাধিক ইউনিয়ন থাকার ফলে দ্বন্দ্ব শুরু হয় নিজেদের মধ্যে। তখন কিন্তু শ্রমিকদের লাভ হয় না। ফায়দা লোটে মালিক পক্ষ। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত দ্বন্দ্ব নয়।

সাংবাদিক গোপী নাথ বলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য সমন্বিত প্রচেষ্টা দরকার। শ্রমিকদের সমস্যাগুলো সেভাবে উঠে আসছে না। তাই আমরা চেষ্টা করছি সাংবাদিক ও শ্রমিকদের নিয়ে এক সাথে কাজ করতে।

এ সময় পোশাক শিল্প নিয়ে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, শ্রমিক অধিকার আদায়ে আরো জোরালোভাবে কাজ করার বিষয় নিয়েও আলোচনা হয় সেমিনারে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।