ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবি’র ঋণে ৩২ জেলা শিক্ষা কর্মকর্তাকে গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
এডিবি’র ঋণে ৩২ জেলা শিক্ষা কর্মকর্তাকে গাড়ি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জেলা পর্যায়ে শিক্ষার মানবৃদ্ধি ও গতি বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় দেশের ৩২ জেলা শিক্ষা কর্মকর্তাকে উন্নতমানের গাড়ি দেওয়া হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের মে মাসের মধ্যে বাকি ৩২ জন জেলা শিক্ষা কর্মকর্তাকেও গাড়ি দেওয়া হবে।



শনিবার (২৮ মার্চ’২০১৫) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে  ৩২ জেলা শিক্ষা কর্মকর্তাকে গাড়ি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আনুষ্ঠানিকভাবে সিলেট, যশোর, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভিবাজার, পঞ্চগড়, টাঙ্গাইল, বগুড়া, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরব‍ান, নেত্রকোনা, মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, রংপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারী ও ভোলা জেলা শিক্ষা কর্মকর্তাদের গাড়ি হস্তান্তর করা হয়।

নতুন গাড়ি পাওয়া শিক্ষা কর্তকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নতুন গাড়ি পাওয়া মানে আরাম আয়েশ বেড়ে যাওয়া নয় বরং আপনাদের আরাম হারাম হয়ে গেল। আপনারা গাড়িগুলো নিয়ে নিজ নিজ জেলায় শিক্ষা কাযর্ক্রম তদারকি করবেন। প্রতিদিন কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করতে যাবেন। শিক্ষার গতি যেন কমে না যায় সেই লক্ষ্য রাখবেন। গাড়িগুলোকে নিজের গাড়ি মনে করে যত্ন সহকারে ব্যবহার করবেন।

একই অনুষ্ঠানে ৩২ জন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষদের হাতে পুরনো গাড়ি হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রংপুর, পাবনা, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরিশাল, মৌলভিবাজার, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, নীলফামারী ও সুনামগঞ্জের অধ্যক্ষদের এসব গাড়ি দেওয়া হয়।

টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের আওতায় গাড়িগুলো হস্তান্তর করা হয়। এই প্রকল্পের মোট ব্যয় ৮৫ মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে এডিপি ঋণ ৭০ মিলিয়ন। বাকি টাকা সরকারি খাত থেকে মেটাতে হবে। ১ দশমিক ২৫ হারে ২৪ বছরে বাংলাদেশকে এই ঋণ পরিশোধ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, এডিবি’র ঋণের টাকায় আপনাদের গাড়ি দেওয়া হচ্ছে গাড়িগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। গাড়িগুলো শিক্ষার উন্নয়নে ব্যবহার করবেন। ’

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে এবারই প্রথম গাড়ি দেওয়া হলে। এতে কারিগরি শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।
 
 এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার, প্রকল্পের পরিচালক বনমালী ভৌমিক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক শেখ আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।