ঢাকা: ওয়ালটন এখন তাদের সকল অনলাইন পেমেন্ট সিস্টেম পরিচালনা করবে বাংলাদেশ এর অন্যতম সেরা অনলাইন পেমেন্ট গেটওয়ে ওয়ালেটমিক্স এর মাধ্যমে।
সম্প্রতি এ ব্যাপারে ওয়ালেটমিক্স এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন।
এ চুক্তির ফলে ক্রেতারা এখন ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়ালটন থেকে অনলাইনে পণ্য কিনতে পারবেন।
সম্প্রতি রাজধানীর দিলকুশা রোড,মতিঝিলে অবস্থিত ওয়ালটন এর হেড অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালেটমিক্স এর সিইও মো. হুমায়ুন কবির ও ওয়ালটন এর চেয়ারম্যান এম শামসুল আলম । ওয়ালটন এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ডেপুটি ডিরেক্টর,ওয়ালটন হাইটেক ও মুহাম্মাদ আনিসুর রহমান সেলিম, এডিশনাল ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। ওয়ালেটমিক্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আল জাবির নিপুন, আহসান হাবীব।
শামসুল আলম বলেন,‘টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, জেনারটর,মোবাইল, হোমঅ্যাপলায়েনস সহ প্রয়োজনীয় সব ধরনের পণ্য আমরা অনেক সাশ্রয়ী দামে বিক্রি করছি। তবে আমাদের পেমেন্ট সিস্টেম নিয়ে ক্রেতাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই ক্রেতাদের কথা মাথায় রেখে দেশের শীর্ষ অনলাইন পেমেন্ট গেটওয়ে ওয়ালেটমিক্স-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। ’
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরআই/