ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআরে নতুন দুই শাখা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এনবিআরে নতুন দুই শাখা

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর প্রশাসন এবং শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগে নতুন দু’টি শাখা খোলা হয়েছে।

শাখা দু’টি হল, কর প্রশাসন-৪ এবং শুল্ক ও ভ্যাট প্রশাসন-৪।

দু’টি শাখায় এনবিআর এর দ্বিতীয় সচিব পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্বে থাকবেন।

সম্প্রতি (৮ সেপ্টেম্বর) এনবিআর এর দ্বিতীয় সচিব মো. সুলতান আহম্মদ (বোর্ড প্রশাসন-১) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দু’টি শাখা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগবিধি প্রণয়ন, বদলি, পদায়ন, পদোন্নতির তালিকা তৈরি, কর্মচারীদের বিভাগীয় মামলার আপিল নিষ্পত্তি, দুর্নীতি, শৃংখলা, প্রশাসনিক কার্যাদি তদারকি ও পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।