বেনাপোল (যশোর): হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছুটা নমনীয় হওয়ায় বেনাপোল সীমান্ত দিয়ে আবারো আসছে গরু। শনিবার থেকে এসব গরু আসতে শুরু করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ৬৬১টি ও রোববার (৬ সেপ্টেম্বর) ৯৮৩টি বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে আসে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গরু আসা অব্যাহত ছিল।
এদিকে, বেনাপোল সীমান্তে আরো একটি নতুন গরু খাটাল (বিট) উদ্বোধন হয়েছে। এনিয়ে বেনাপোল সীমান্তে মোট ৫টি গরু খাটালে আসছে ভারতীয় গরু।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুরে ‘নাজিম উদ্দিন’ নামে ৫ম গরু খাটালের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম।
এর আগে, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বেনাপোলের গোগা বিওপি সীমান্তে আহাসানুল হক পিন্টু নামে একটি গরু খাটালের উদ্বোধন করেন। সব মিলিয়ে বেনাপোল সীমান্তে ৫টি গরু খাটাল অনুমোদিত হলো। এছাড়া আরো কমপক্ষে ১০টি খাটালের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গরু আসা শুরু হলেও মূল্য কমছে না। যে পরিমাণ গরু আসছে সরকার সে পরিমাণ রাজস্বও পাচ্ছে না। ভ্যাট আদায়কারীরা ভ্যাট ফাঁকি দিয়ে অনেক গরু পাচার করছে বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ভ্যাট ফাঁকি দেওয়া অনেক গরু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেছে।
নাভরণ ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, বেনাপোল সীমান্তে সরকার অনুমোদিত ৫টি গরু খাটাল রয়েছে। এগুলো হচ্ছে- পুটখালী বিওপি সীমান্তে নাসিম রেজা পিন্টুর গরু খাটাল, অগ্রভুলোটে আব্দুর রশিদ চেয়ারম্যানের গরু খাটাল, রুদ্রপুরে কামরুল ইসলামের গরু খাটাল, দৌলতপুরে নাজিম উদ্দিনের গরু খাটাল ও গোঁগায় আহাসানুল ইসলাম পিন্টুর গরু খাটাল।
এসব খাটালে ৬ সেপ্টেম্বর ভারত থেকে ৯৮৩টি ও ৫ সেপ্টেম্বর ৬৬১টি গরু এসেছে। গরু প্রতি পাঁচশ টাকা হারে ভ্যাট আদায় করা হচ্ছে বলে জানান হাফিজ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
এমজেড