ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লা ইপিজেডে এক কারখানায় শ্রমিক বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
কুমিল্লা ইপিজেডে এক কারখানায় শ্রমিক বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা ইপিজেডের জ্যাকেট প্রস্তুতকারক কোম্পানি বিএমটি ইন্টারন্যাশনালের তিনটি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণায় কোম্পানিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক জুন মাসের ওভারটাইম কাজের পারিশ্রমিক, বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে।



এর আগে, চলতি বছরের ১০ জুলাই এ কোম্পানির সাতশ’ শ্রমিক বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করেছিলো। পরে, বিদায়ী ইপিজেড জিএম আবদুস সোবহানের প্রতিশ্রুতিতে তারা আন্দোলন থেকে সরে আসে।

বিএমটি ইন্টারন্যাশনালের মানবসম্পদ কর্মকর্তা এস আর আজাদ বাংলানিউজকে জানান, এ কোম্পানির ১০টি বিভাগের মধ্যে ৩টির উৎপাদন বন্ধ ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।