ঢাকা: গ্রাহকদের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান, ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি-মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র ও কার্যপত্রের মাধ্যমে সব তফসিলি ব্যাংকের শাখা জনসাধারণের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান ও জনসাধারণের মাঝে ধাতব মুদ্রা সরবরাহের নির্দেশ দেওয়া হলো।
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা, ব্যক্তিগত অভিযোগপত্র ও ফোনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, তফসিলি ব্যাংকের শাখাগুলো জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের নোট গ্রহণ এবং ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য দিচ্ছে না।
এছাড়া জনসাধারণের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ এবং অনেক ক্ষেত্রে বিতরণও করা হচ্ছে না। ফলে মানুষ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন ও অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে নতুন প্রজ্ঞাপন জারি করলো বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
এসই/এএ