ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রূপপুর পরমাণু প্রকল্পের কাজ অনেক সতর্কভাবে করতে হবে। যে কোনো বিবেচনায় এ প্রকল্পের ব্যয় অনেক বেশি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে শেরে বাংলা নগরে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের (ইআরডি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে অনেক দেশ পরমাণু প্রকল্পের দিকে ঝুঁকছে। যেমন-চীন, ব্রাজিল ও ফ্রান্স। তবে ইংল্যান্ডের পরমাণু প্রকল্প হাতে নেওয়ার কথা থাকলেও তারা সরে এসেছে।
অর্থমন্ত্রী বলেন, আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। যেমন-১.১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে যমুনা ব্রিজ বাস্তবায়ন করেছি।
তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে বাজেটের ব্যয় বাড়ছে। আমরা আশা করছি আগামীতে বাজেট ৫ লাখ কোটি টাকা হবে। কারণ আগামীতে অনেক বড় বড় প্রকল্প অন্তভুক্ত হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমআইএস/আরএ