ঢাকা: দেশে ১ কোটি ২০ লাখ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার সকালে (১৯ নভেম্বর) অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের কর আহরণ হয় দেশজ মোট উৎপাদনের মাত্র ৩ শতাংশের একটু বেশি। উন্নত দেশের তুলনায় এ হার অত্যন্ত কম, আরো বাড়াতে হবে।
মানুষ কষ্টার্জিত আয় থেকে সরকারকে কর দিতে মেলায় একত্রিত হচ্ছে, মানুষের মধ্যে এ ধরনের সচেতনতা সৃষ্টি করতে পারায় এনবিআরকে ধন্যবাদ জানান পাপন।
মেলা নিয়ে পাপন বলেন, মেলায় কর কর্মকর্তাদের সেবার মনোভাব প্রকাশ পায়। মেলা এটাও প্রমাণ করে সুষ্ঠ ও করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে মানুষ কর দেবে।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরইউ/এএ