ঢাকা: প্রবাসে থেকেও বাংলাদেশে বিনিয়োগ করায় চার প্রবাসী বাংলাদেশিকে সিআইপি কার্ড (কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কার্ড তুলে দেন।
মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড ও মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ডে এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ কার্ড দেয়।
কার্ডপ্রাপ্তরা হলেন, জয়নুল হক শিকদার, মনোয়ারা শিকদার, রিক হক শিকদার ও ডা. মো. আফতাব হোসেন।
এর আগে একইভাবে বিনিয়োগ করায় চলতি বছরের ২ জুন আরিফ আহমেদ চৌধুরী, আসিফ আহমেদ চৌধুরী, বেগম সায়রা চৌধুরী ও মীর রাসেল সুজনকে এ কার্ড দেওয়া হয়।
প্রবাসী বিনিয়োগকারীদের নিজ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ কার্ড দিয়ে আসছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরইউ/এএ
** কর দিতে ফিক্স ডে নির্ধারণে অর্থমন্ত্রীর পরামর্শ
** দেশে করদাতা হওয়া উচিত ১ কোটি ২০ লাখ