ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩ হাজার কোটি টাকা

ঢাকা: খেলাপী ঋণ বৃদ্ধি পাওয়ায় সরকারি-বেসরকারি মোট পাঁচটি ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ ঘাটতি বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস শেষে ঘাটতি দেখা দিয়েছে দুই হাজার তিনশ ২৬ কোটি ৫৭ লাখ টাকা।

চলতি বছরের জুন মাস শেষে ঘাটতির পরিমাণ ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকা।
 
ব্যাংকগুলো ঋণের ঝুঁকি বিবেচনা করে তার বিপরীতে প্রভিশন সংরক্ষণ করে থাকে। মুনাফা থেকে তিন মাস পর হিসাব করে এই প্রভিশন করতে হয়। ফলে খেলাপী ঋণ কমলে প্রভিশন রাখার প্রয়োজনীয়তাও কমে।
 
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৩০ হাজার আটশ ৪৮ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকগুলো সংরক্ষণ করেছিল ২৮ হাজার পাঁচশ ২১ কোটি ৮৮ লাখ টাকা। ঘাটতি রয়েছে দুই হাজার তিনশ ২৬ কোটি ৫৭ লাখ টাকা।
 
জানা যায়, বিডিবিএল ব্যাংকের প্রভিশন ঘাটতি ২০ দশমিক ৬৪ কোটি টাকা, বেসিক ব্যাংকের এক হাজার সাতশ ২৩ দশমিক ৪৯ কোটি টাকা, সোনালী ব্যাংকের এক হাজার পাঁচশ ৩৬ দশমিক ৯১ কোটি টাকা,  বাংলাদেশ কর্মাস ব্যাংকের দুইশ ৩৬ দশমিক ৬৮ কোটি টাকা ও ন্যাশনাল ব্যাংকের ৫৯ দশমিক ৫৩ কোটি টাকা।
 
এদিকে, বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপকে সহজ শর্তে পুনঃতফসিলসহ নানান সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপী ঋণ কমেনি। সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকগুলোর মোট খেলাপী ঋণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০৮ কোটি টাকা।

জুন মাসের তুলনায় যা দুই হাজার একশ ৮৯ কোটি টাকা বা চার দশমিক ১৭ শতাংশ বেশি। গত মার্চের তুলনায় জুন মাসে এর পরিমাণ দুই হাজার একশ ৪২ কোটি টাকা বা তিন দশমিক ৯২ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৫২ হাজার পাঁচশ ১৯ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।