ঢাকা: সপ্তদশ বর্ষে পদাপর্ণ করছে বেসরকারি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের নতুন সেবা নিয়ে হাজির হয়েছে ব্যাংকটি।
শনিবার (২১ নভেম্বর) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. মাহ্বুবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৯ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যাংকের ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন কেক কেটে ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন ব্যাংক কর্মকর্তারা।
বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্রাহকদের জন্য ‘প্রিমিয়ার ডিরেক্ট” নামে আরও কিছু নতুন সেবা চালু করা হয়। এগুলো হচ্ছে- ইন্টারনেট ব্যাংকিং, ই-স্টেটমেন্ট, এসএমএস এলার্ট ও ব্যাংকের নতুন কর্পোরেট ওয়েব সাইট।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মতলুব আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরান ইকবাল, উদ্যোক্তা পরিচালক ও সংসদ সদস্য বি এইচ হারুণ ও আবদুস সালাম মুর্শেদী, শাহ মো. ইয়াহিয়ান হারুণ, সফিকুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ, উপদেষ্টা মো. এহসান খসরু, ডিএমডি দেওয়ান আনওয়ারুল লতিফ ও এসএম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালের অক্টোবরে কার্যক্রম শুরু করে সাফল্যের সঙ্গে ১৬ বছর অতিক্রম করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএ/