ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে শীতকালীন আয়কর মেলা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বরিশালে শীতকালীন আয়কর মেলা সম্পন্ন

বরিশাল: ‘সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই; সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ স্লোগানে  বরিশালে শেষ হলো তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা-২০১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ মেলা  শনিবার বিকেলে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।



মেলায় বরিশাল কর অঞ্চলে মোট সেবা গ্রহণ করেন ১৯৭৫ জন এবং মেলায় প্রাপ্ত রিটার্নের সংখ্যা ১৩৬০টি। এরমধ্যে নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা ৫১ জন ও টিআইএন রিরেজিস্ট্রেশন গ্রহণকারীর সংখ্যা ৪ জন।

বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বাংলানিউজকে জানান, মেলায় মোট ৫২ লাখ ১৩ হাজার ৭৪২ হাজার টাকা আয়কর আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।