ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় মৃৎশিল্পের আধুনিকায়নে ইসলামী ব্যাংকের বিনিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বগুড়ায় মৃৎশিল্পের আধুনিকায়নে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় মৃৎশিল্পের আধুনিকায়নে দশ জন কর্মজীবী নারী-পুরুষের মাঝে এক লাখ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পালপাড়ার পূজামন্ডপ এলাকায় ইসলামী ব্যাংক বিনিয়োগ কর্মসূচির আওতায় এই অর্থ বিনিয়োগ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া’র নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা।

ইসলামী ব্যাংক বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বগুড়া জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী।

ইসলামী ব্যাংক বগুড়া জোনাল অফিসের প্রিন্সিপ্যাল অফিসার তমিজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক শেরপুর হাইওয়ে শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ উমর ফারুক, আড়িয়া পালপাড়ার মৃৎশিল্প উন্নয়ন সমিতির সভাপতি মাস্টার অমরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মহন্ত প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।