ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢামেকে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ঢামেকে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প‍ূবালী ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ উদ্বোধন করা হয়েছে।

এখন থেকে কেবিনে ভর্তি হওয়া রোগী ও ঢামেকের ডায়াগনস্টিক বিভাগের বিভিন্ন টেস্টের ফি এই বুথের মাধ্যমেই জমা নেওয়া হবে।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢামেকের প্রশাসনিক ব্লকের একটি কক্ষে বুথটির উদ্বোধন করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মিজানুর রহমান।

ঢামেক প্রশাসন বিভাগের সহকারী পরিচালক খাজা আব্দুল গফুর বলেন, ঢামেকে এই প্রথম একটি বুথ উদ্বোধন করা হলো। এরপর আরও কয়েকটি বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢামেকে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক (ঢাকা দক্ষিণের অঞ্চল প্রধান) সিরাজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এজেডএস/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।