ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে ‘সিকিউরিটিজ মার্কেটিং’ কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ন্যাশনাল ব্যাংকে ‘সিকিউরিটিজ মার্কেটিং’ কার্যক্রমের উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি ট্রেডিং কার্যক্রম ত্বরান্বিত ও সুসংহত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেজারি ডিভিশনের অধীনে ‘মার্কেটিং অব গভর্নমেন্ট সিকিউরিটিজ’ নামে নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্  প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।



এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, এসইভিপি ও ট্রেজারি ডিভিশনের প্রধান আব্দুস সোবহান খান, এসইভিপি ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মোহাম্মদ নজরুল ইসলাম, এসইভিপি ও হেড অব এইচআরডি শাহ্ সৈয়দ আব্দুল বারী, ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ইফতেখার হোসেন চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।