ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা

প্রাণিসম্পদের যাবতীয় সমাধান মিলছে ‘রেনেটা’য়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
প্রাণিসম্পদের যাবতীয় সমাধান মিলছে ‘রেনেটা’য় ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাণীর বিভিন্ন রোগের সমাধানে পরামর্শ ও চিকিৎসা সেবা এবং এর সমাধানে নানা দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে রেনেটা এনিমেল হেলথ ডিভিশনের স্টলে।

তিনদিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলায় রেনেটা এনিমেল হেলথ ডিভিশনের স্টলের কর্মীরা খামারিদের কাছে এসব সেবা দিচ্ছেন।


বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
 
রেনেটা এনিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল হক বাংলানিউজকে বলেন, প্রাণিসম্পদের সব ধরণের সমস্যার সমাধান আমরা খামারিদের কাছে তুলে ধরছি। একজন নতুন উদ্যোক্তা থেকে শুরু করে সব শ্রেণীর খামারিরা তাদের প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।

তিনি জানান, প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তি সম্পন্ন পণ্য রেনেটা এনিমেল হেলথ বাজারজাত করছে। এসব পণ্যের প্রদর্শনীও রয়েছে স্টলটিতে। নিজেদের আধুনিক প্রযুক্তিতে তৈরি গুণগতমান সম্পন্ন পণ্যসমূহ খামারিদের কাছে সরবরাহ করায় বর্তমানে রেনেটা এনিমেল হেলথ ডিভিশন বাংলাদেশে প্রথম স্থানে রয়েছে।

স্টলের কর্মীরা জানান, প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ ধরণের পণ্য রয়েছে। এ খাতে সব ধরণের পণ্যেই তারা বাজারজাত করতে সক্ষমতা অর্জন করেছে। প্রায় ২৩ বছর ধরে দেশের খামারিদের সেবা দিয়ে আসছে তারা।
 
প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার ডা. আবু তালেব বলেন, ভালো সেবা দেয়ার কারণে ইতিমধ্যে খামারিদের মনও জয় করেছে প্রতিষ্ঠানটি। আমরা শুধু ওষুধ তৈরি ও সরবরাহ করি না, খামারিদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবাও দিয়ে থাকি।
 
তিনি জানান, সারাদেশে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসক দিয়ে এ সেবা দেয়া হয়। খামারিরা যদি কোনো সমস্যায় পরেন তাদের কাছে গিয়ে পরামর্শ চাইলেই পাবেন। শুধু দেশে বাজারজাত নয় বিদেশেও এ প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি হচ্ছে।
 
মেলায় গিয়ে দেখা যায়, রেনেটা এনিমেল হেলথ ডিভিশনের স্টলটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একপাশে খামারিদের পরামর্শ দেয়া হচ্ছে। অন্যপাশে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের তথ্য তুলে ধরছেন তরুণ কর্মীরা। মেলা শুরু হওয়ার পর থেকেই স্টলটিতে দর্শনার্থীদের ভিড়ও দেখা যায়।
 
তৃতীয় বারের মতো তিনদিনব্যাপী অ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজন করেছে এ মেলা ও সেমিনারের।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।