ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএসআইডির ৭১ প্রকল্পে মূসক অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ইউএসআইডির ৭১ প্রকল্পে মূসক অব্যাহতি

ঢাকা: বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত নতুন ১১টিসহ মোট ৭১টি প্রকল্পের পণ্য সরবরাহ বা সেবাগ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযোজন কর শাখার প্রথম সচিব (মূসক অব্যাহতি) মোহাম্মদ ফাইজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।



প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের ১৪টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৮টি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৫টি, পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তিনটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দু’টি, পরিবেশ মন্ত্রণালয়ের সাতটি, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চারটি, আইন মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দু’টি, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দু’টি, তথ্যমন্ত্রণালয়ের একটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, শিক্ষা মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দু’টি।
 
এছাড়া আরও রয়েছে বিএসটিআইয়ের একটি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের (বিআরআরআই) দু’টি, জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটের একটি ও অন্যান্য চারটি প্রকল্পে এ মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।

ইউএআইডির অর্থায়নে এসব প্রকল্পের বেশিরভাগ প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর ও কিছু প্রকল্পের মেয়াদ ২০১৮ সালে শেষ হবে। এ আদেশ ৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।