ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সার কারখানার সিং গ্যাস কম্প্রেসারের ব্রয়লারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।

ফলে প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বাংলানিউজকে জানান, সকালে কারখানার সিং গ্যাস কম্প্রেসারের ব্রয়লারের পাইপে লিকেজ দেখা দেয়। ফলে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি ঠিক করতে কাজ করছেন। কাজ শেষে হলেই পুনরায় সার উৎপাদন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।