ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সার কারখানার সিং গ্যাস কম্প্রেসারের ব্রয়লারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বাংলানিউজকে জানান, সকালে কারখানার সিং গ্যাস কম্প্রেসারের ব্রয়লারের পাইপে লিকেজ দেখা দেয়। ফলে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি ঠিক করতে কাজ করছেন। কাজ শেষে হলেই পুনরায় সার উৎপাদন শুরু হবে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ