ঢাকা: তৈরি পোশাকশিল্পের উপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিন সাংবাদিককে ফেলোশিপ দেওয়া হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি ফ্যাশন অব টেকনোলজি (বিইউএফটি) যৌথভাবে এ ফেলোশিপ দিয়েছে।
মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই তিন প্রতিবেদকের নাম ঘোষণা করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
ফেলোশিপপ্রাপ্তরা হলেন- দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজিব আহম্মেদ, ফিন্যান্সিয়াল এক্সপেসের অর্থনৈতিক প্রতিবেদক মনিরা মুন্নি ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম মজুমদার।
সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ফেলোশিপপ্রাপ্তদের পেশাগত দক্ষতা বাড়াতে সবাইকে আট দিনের সফরে জার্মানিতে পাঠানো হবে এবং সেখানে ‘স্টাডি ট্যুর অন স্কিলস অ্যান্ড এথিক্স অন বিজনেস জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন তারা। তাদের সঙ্গে মেন্টর হিসেবে যাবেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ইটিভির নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল।
ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকরা বিজিএমইএ ও জার্মান সংস্থা জিআইজেডের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত ফেলো স্টাডি ট্যুরে জার্মানি যাচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধ্বসের পর এ খাতে যে ইমেজ সঙ্কট তৈরি হয়েছিলো তা থেকে উত্তরণে গণমাধ্যম আমাদের পাশে ছিলো। গণমাধ্যমে সুসংবাদ প্রকাশের মাধ্যমে পোশাক খাতের সংশ্লিষ্টদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছে।
তবে শত প্রতিকূলতা ও সঙ্কট কাটিয়ে ২০২১ সালের মধ্যে এখাতে ৫০ বিলিয়ন রফতানির লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিএমইএ সভাপতি।
এ বছরও জার্নালিজম ফেলোশিপ ঘোষণা করা হয়েছে জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ফেলোশিপে টিভি চ্যানেল, বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, রেডিও ও অনলাইন নিউজ পোর্টাল- এই পাঁচ ক্যাটাগরিতে সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশে পোশাক খাত অনেক এগিয়ে গেছে মন্তব্য করে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ বলেন, বাংলাদেশের পোশাক খাততে এগিযে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অসামান্য।
ভবিষ্যতেও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাসির, জিআইজেড প্রোগ্রাম কো অর্ডিনেটর জোসেন উইকার্ট, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘন্টা, ফেব্রুয়ারী ২৩, ২০১৬
এমআইকে/