ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের প্রীতি সম্মেলন ও নৌবিহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ইসলামী ব্যাংকের প্রীতি সম্মেলন ও নৌবিহার

ঢাকা: ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রীতি সম্মেলন ও নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই নৌবিহারে ব্যাংকটির প্রধান কার্যালয় ও ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ দুই হাজার সদস্য অংশ নেন।



এতে প্রধান অতিথি ছিলেন- ইসলামী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন- এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।

আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবদুল মান্নান, সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও সিইও এম. কামালউদ্দীন চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম, রফি আহম্মেদ বেগ, আব্দুস সাদেক ভূঁইয়া, মো. শামসুজ্জামানসহ প্রধান কার্যালয় ও আইবিটিআর’র নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধানরা। এতে সভাপতিত্ব করেন- অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুর রহমান।

এতে ছোটদের জন্য চকলেট দৌড়, মোরগ লড়াই, অংক দৌড়, ভারসাম্য দৌড়, ক্রিকেট, বড়দের জন্য ভলিবল, ফুটবল, সিন্ধু সেচে মুক্তা আনো, মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার, স্মরণশক্তি ও সেলাই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।