ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে নানান জাতের বরইয়ের সমাহার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সৈয়দপুরে নানান জাতের বরইয়ের সমাহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের ঘুন্টি এলাকায় জমে উঠেছে কুলের বাজার। ডালি, কার্টন আর টুকরিতে থরে থরে সাজানো বিভিন্ন জাতে কুল।



বাউকুল, আপেল কুল, নারকেল কুলসহ নানা জাতের বরই। মূলত এটা এ এলাকার অন্যতম বড় পাইকারী বাজার। এ বাজার থেকেই ছোট্ট দোকানিরা কিনে নিয়ে যায়।

পাইকারি কুলের বাজারে স্থানীয়সহ খানসামা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বনপাড়া, জয়পুরহাট, নওগাঁ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বীরগঞ্জ, রানীরবন্দর, দিনাজপুর, জয়পুরহাট, মিঠাপুকুর প্রভৃতি এলাকার নানা জাতের বরই আসছে। অল্প সময়ের মধ্যে বিক্রিও হচ্ছে প্রচুর।

উত্তরের ব্যবসা-বাণিজ্য কেন্দ্র এবং রংপুর-দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থান সৈয়দপুর। প্রতিদিন সকাল ৭টায় এই বরইয়ের পাইকারী বাজার শুরু হয়ে চলে সর্বোচ্চ দুপুর ১২টা পর্যন্ত। দূর-দূরান্তের কুল চাষিরা রিকশা ভ্যান, পিকআপ, নছিমন-করিমন কেউবা ট্রেনে করে নানান জাতের বরই নিয়ে আসেন এই বাজারে। তারপর চলে দরদামের পালা। আড়তদারদের সহযোগিতায় সেই কুল মণ দরে বিক্রি হচ্ছে।  

গত বছরের তুলনায় এ বছর তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতা-বিক্রেতাদের। এছাড়া শহরের গোলাহাট, রেলকারখার গেট বাজার, চৌমহনী, নিচুকলোনী ও বিমানবন্দর বাজার ছাড়াও গ্রামের হাটগুলোতে বসছে খুচরা কুলের বাজার। কুলের প্রকারভেদে নির্ধারণ করা হচ্ছে দাম। ভালো জাতের কুল কৃষকরা বিক্রি করছেন মণ অথবা কার্টন হিসেবে।

নওগাঁর শাহিন, হাসানুল জানান, তারা বাগান থেকে বাউকুল প্রতিমণ ৮শ’ থেকে ১ হাজার টাকা, আপেল কুল মণ ১ হাজার ৬শ’ টাকায় কিনে সৈয়দপুরের পাইকারী বাজারে নিয়ে আসেন। এখানে প্রতিমণ গড়ে ১ হাজার ৮শ’ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করে থাকেন। ট্রেনে আনার পথে পার্বতীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টাকার জন্য হয়রানি করছেন বলে অভিযোগ করেন।

আর খুচরা ব্যবসায়ীরা সেই কুল কিনে প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন। ফলে কুলের উৎপাদনকারী চাষি দাম পাচ্ছেন সামান্য। মূল লাভটা ঘরে তুলছেন মধ্য স্বত্ত্বভোগীরা।

কুল চাষি শমসের আলী, আতাহার আলী ও মেছের মামুদ বাংলানিউজকে জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কুলের ফলন ও আকার দুটোই ভালো হয়েছে। এছাড়া দামও ভালো পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।