নওগাঁ: চলতি অর্থ বছরে (২০১৫-১৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশে প্রায় ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ এলজিইডি ভবন চত্বরে রাজশাহী বিভাগের সব এলজিইডি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভা ও উন্নয়ন কর্মশালায় এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের অধিকাংশই করা হচ্ছে রাজশাহী বিভাগে। সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা, সৌদি ফান্ড, আইডিবি অর্থায়নে নগর, গ্রামীণ ও পানি সম্পদ উন্নয়নে রাজশাহী বিভাগে ৩৮টি প্রকল্পের আওতায় কাজগুলোগুলো বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে আগামী অর্থ বছরে ১৮ হাজার কোটি টাকার কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি অর্থ বছরের উন্নয়ন কাজগুলোর গুণগত মানের দিকে বিশেষ দৃষ্টি রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ সবাইকে দিক নির্দেশনা দেন প্রধান প্রকৌশলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ, নূর মোহাম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।
কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সহকারী উপজেলা প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী, নক্সাকার ও সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ