ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্যালাক্সি এস৭ এজ্ আনলো স্যামসাং ও গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
গ্যালাক্সি এস৭ এজ্ আনলো স্যামসাং ও গ্রামীণফোন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৭ এজ্ আনলো মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি থেকে আগামী ১৬ মার্চের মধ্যে স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন।


 
বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ্। গতানুগতিক ব্যবহার থেকে বেরিয়ে এসে কীভাবে স্মার্টফোনকে আরও কার্যকর এবং গঠনমূলকভাবে ব্যবহার করা যায় বিষয়গুলো এ ফোনে নিয়ে এসেছে ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং।
 
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের মূল্য হবে ৭৯ হাজার ৯০০ টাকা।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রিম বুকিং দিলে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের সঙ্গে বিনামূল্যে পাবেন বিভিন্ন এক্সেসরিজ এবং ইন্টারনেট ডাটাসহ আকর্ষণীয় অনেক কিছু।
 
২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে গ্রামীণফোনের ওয়েবসাইটে (www.grameenphone.com) গিয়ে স্টার গ্রাহকরা সহজেই হ্যান্ডসেটটির অগ্রিম বুকিং দিতে পারবেন। বুকিং দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো গ্রামীণফোন সেন্টারে গিয়ে মাত্র ৭৯০০ টাকা এককালীন মূল্য পরিশোধ করলেই অগ্রিম বুকিং নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি, এ সুযোগ ১৬ মার্চ পর্যন্ত।
 
অগ্রিম বুকিং দেওয়া স্টার গ্রাহকরা স্যামসাং গিয়ার ভিআর অথবা লেভেল ইউ-প্রো হেডসেট আর ক্লিয়ার ব্যাক কভার বিনামূল্যে পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া অফার চলাকালে একজন স্টার গ্রাহক সর্বোচ্চ দু’বার অফার উপভোগ করতে পারবেন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তি সুবিধা পাবেন।
 
গ্যালাক্সি এস৭ এজ্ ৫.৫ ইঞ্চির ইউনিক এজ্ ডিজাইনের ডিসপ্লে যুক্ত করেছে স্যামসাং। ডিসপ্লে প্যানেলে বসানো হয়েছে কার্ভড বা বাঁকানো অ্যামোলেড স্ক্রিন প্রযুক্তি, যা তৈরি করা হয়েছে প্রিমিয়াম গ্লাস এবং মেটাল উপাদানের সমন্বয়ে।
 
হ্যান্ডসেটটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি), যার মাধ্যমে ডিভাইসের শ্লিপিং মোডে গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন ব্যবহারকারী।  
 
১.৪ ইউএম পিক্সেলের উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সরের পাশাপাশি, এফ/১.৭ অ্যাপাচার সমৃদ্ধ ক্যামেরা যুক্ত করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজে। ফলে এটি দিয়ে কম আলোতেও শতকরা ৫৬ ভাগ বেশি উজ্জল এবং হাইরেজ্যুলেশনের ছবি তোলা সম্ভব।
 
অসংখ্য সব ফিচারের পাশাপাশি দ্রুত সময়ে এক টাচে ডিভাইস আনলক করার জন্য আছে উচ্চ প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হ্যাকার ও ম্যালওয়ার থেকে নিরাপদে ব্যবহার লক্ষ্যে এতে বিল্ট-ইন হিসেবে ইন্সটল করা আছে দ্য স্যামসাং নক্স। হারিয়ে গেলে কিংবা দূরবর্তী কোনো জায়গা থেকে ডিভাইসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যের সম্পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম দ্য স্যামসাং নক্স।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।