ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্সিং লোন চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ব্র্যাক ব্যাংকের এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্সিং লোন চালু ছবি: সংগৃহীত

ঢাকা: তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানার বিদ্যুৎ ও পানি ব্যবহার সাশ্রয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্ল্যানেট সল্যুশন’ নামে এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্সিং লোন চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল ও টেকনোলজি সার্ভিস প্রোভাইডার কোম্পানি এ ঋণ সুবিধা পাবে।



রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) আয়োজিত ওয়াটার অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি ফাইন্যান্সিং ওয়ার্কশপে আনুষ্ঠানিকভাবে প্রোজেক্টটি চালু করা হয়।

এর উদ্বোধন করেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ  হোসেন।
 
সোমবার (২৯ ফেব্রুয়ারি) ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইএফসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার এবং সাসটেইন্যাবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য সিদ্দিক জোবায়ের।

এ লোন চালুর ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আইএফসি।

মাত্র ৬ শতাংশ ইন্টারেস্ট রেটে কোনো জামানত ছাড়াই এ ঋণ দেওয়া হবে। সহজ লোন টেনর ও নূন্যতম প্রসেসিং ফি’তে ঋণটি নেওয়া যাবে।

ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম বলেন, গ্রিন ফাইন্যান্স নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আইএফসি’র সঙ্গে কাজ করে আসছি। আইএফসি’র টেইলর মেড সাপোর্ট গ্লোবাল নলেজ ও এক্সপার্টিজ আমাদের এ লোন চালু করতে সাহায্য করেছে। আমরা গ্রিন ফাইন্যান্সিংয়ে শীর্ষ অবস্থান অর্জন করতে চাই।   
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।