ঢাকা: মূসকসহ কর প্রদানে ব্যাংকিং সুবিধার পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা চালু করতে এনবিআর’র (জাতীয় রাজস্ব বোর্ড) প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
বুধবার (০২ মার্চ) আইডিইবি’র মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ভ্যাট অনলাইন প্রকল্পের ই-পেমেন্ট বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর আদায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য মূসকসহ যেকোনো কর সংগ্রহে সহজ পদ্ধতি গ্রহণ করার জন্য এনবিআরের প্রতি আহ্বান জানান গর্ভনর।
তিনি বলেন, দেশে তিন কোটির বেশি মানুষ মোবাইল ব্যাংকিং সার্ভিসের আওতায়। কে টাকা দিল, তা মোবাইল ব্যাংকিংয়ে সহজে রেকর্ড রাখা যায়।
মূসকসহ কর আদায়ে ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনা চালু করতে এনবিআরের প্রতি অনুরোধ জানান গর্ভনর।
মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যেকোনো করদাতা যেকোনো জায়গা থেকে যেন মূসকসহ যেকোনো কর দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে।
গর্ভনর বলেন, অটোমেশনের ক্ষেত্রে ব্যাংকসহ সব প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হবে, সব লেনদেনকে কিভাবে সাইবার ঝুঁকি মুক্তি রাখা যায়। সব ধরনের নিরাপত্তা দেয়াল গড়ে তুলতে হবে যেন যেকোনো আক্রমণ হলে তা যেন আমরা মোকাবেলা করতে পারি। সাইবার আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে।
কর প্রদান সহজ বিষয়ে গর্ভনর বলেন, কর প্রদান শুধু সোনালী ব্যাংক নয় সব ব্যাংকে যুক্ত করতে হবে। এজন্য কি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে এনবিআরকে।
গর্ভনর আরো বলেন, অনলাইনে মূসক ব্যবস্থাপনায় ভ্যাট নিবন্ধন, ফরম পূরণ, জমা ও নির্ধারিত ভ্যাট পরিশোধ করা যাবে। এতে গ্রাহকের ভোগান্তি ও সময়ক্ষেপণ হবে না।
মূসক আহরণে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে গ্রাহক সেবা বাড়বে। আর্থিক ব্যবস্থাপনাকে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করায় এনবিআরকে ধন্যবাদ জানান তিনি।
গর্ভনর বলেন, বর্তমানে মূসক ব্যবস্থাপনার প্রায় সব কাজ ম্যানুয়ালি হয়। অনলাইনে ভ্যাট ব্যবস্থাপনায় ই-পেমেন্ট ব্যবহার করে সহজেই ভ্যাট পরিশোধ করা যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, মহাহিসাব নিয়ন্ত্রক মো. আবুল কাশেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরইউ/জেডএস